মিয়ানমারের সামরিক বাহিনী কথিত ‘সন্ত্রাসী সংগঠনগুলোর’ সদস্য রোগীদের চিকিৎসা দেওয়ায় ১৮ জন চিকিৎসা কর্মীকে গ্রেপ্তার করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ জান্তাবিরোধী গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার গতকাল বুধবার এ খবর দিয়েছে। খবর বিডিনিউজের।
সোমবার পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যের লোইকাও শহরের একটি গির্জায় অভিযান চালিয়ে সৈন্যরা তাদের গ্রেপ্তার করে। অভিযানকালে সৈন্যরা দেখতে পায়, সেখানে সাত জন কোভিড-১৯ আক্রান্তসহ ৪৮ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে অনুমোদনহীনভাবে সন্ত্রাসী সংগঠনগুলোর রোগী ও আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। সামরিক জান্তার মুখপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।