মিয়ানমারে বৌদ্ধ উৎসবে প্যারাগ্লাইডার থেকে ফেলা বোমায় নিহত ২৪

| বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:২৯ অপরাহ্ণ

মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি উৎসব ও প্রতিবাদ অনুষ্ঠানে প্যারামোটর হামলায় অন্তত ২৪ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছে বলে জানিয়েছেন নির্বাসিত ন্যাশনাল ইউনিটি সরকারের এক মুখপাত্র। সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী থাডিংজুত উৎসব উদযাপনে চৌং উ এলাকায় জড়ো হয়েছিলেন প্রায় ১০০ জন। সে সময় একটি মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে ভিড় লক্ষ্য করে দুটি বোমা ফেলা হয় বলে জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। ছুটির দিনের ওই আয়োজনে ক্ষমতাসীন জান্তার নীতির বিরুদ্ধে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিও ছিল। খবর বিডিনিউজের।

২০২১ সালের অভ্যুত্থানে সামরিক বাহিনী ক্ষমতা নেওয়ার পর থেকে মিয়ানমার মূলত গৃহযুদ্ধের ভেতর দিয়েই যাচ্ছে। এতে এরই মধ্যে ৫ হাজারের বেশি বেসামরিক প্রাণ হারিয়েছেন বলে অনুমান জাতিসংঘের।

পূর্ববর্তী নিবন্ধআফগান সীমান্তের কাছে জঙ্গি হামলা, দুই কর্মকর্তাসহ ১১ পাক সেনা নিহত
পরবর্তী নিবন্ধপাকিস্তানকে অত্যাধুনিক মার্কিন এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রি করবে রেথিয়ন