মিয়ানমারে বিক্ষোভে গুলিতে নিহত ১৩, ইয়াংগনে সিরিজ বোমা

| বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

মিয়ানমারের দুইটি শহরে বুধবার বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিন দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াংগনে কয়েকটি জায়গায় ছোট ছোট বিস্ফোরণ ঘটেছে। ইয়াংগনে একটি চীনা কারখানায় এদিন অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে; বিক্ষোভকারীরা এদিন চীনের পতাকা পুড়িয়েছে বলেও বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ক্ষমতাসীন জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং গতকাল বুধবার বলেছেন, আইন অমান্য আন্দোলন মিয়ানমারকে ধ্বংস করে দিচ্ছে। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে টালমাটাল মিয়ানমার বুধবার পর্যন্ত ৫৮০ জনের বেশি বিক্ষোভকারীর মৃত্যু দেখেছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স।
১ ফেব্রুয়ারির ওই অভ্যুত্থানের পর সেনাবাহিনীর দমনপীড়ন উপেক্ষা করেই দেশটির বিভিন্ন এলাকায় লাগাতার বিক্ষোভ ও ধর্মঘট হয়েছে। বুধবার উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর কালেতে নোবেলজয়ী অং সান সু চি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালায় বলে সেখানকার এক বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন। খবর বিডিনিউজের।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম কালেতে একাধিকবার গুলিবর্ষণ ও হতাহতের খবর দিয়েছে। সংবাদমাধ্যম মিজ্জিমা ও ইরাবতী উত্তরপশ্চিমের এ শহরে গুলিতে অন্তত ১১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে। রয়টার্স জানিয়েছে তারা কালেতে বিক্ষোভে গুলি ও হতাহতের সংখ্যা সংক্রান্ত তথ্য যাচাই করতে পারেনি।
বুধবার ইয়াংগনের কাছে বাগো শহরেও নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার নাও। এদিন ইয়াংগনে অন্তত সাতটি জায়গায় ছোট বোমার বিস্ফোরণ ঘটেছে। যার মধ্যে সরকারি ভবন, একটি সামরিক হাসপাতাল এবং একটি শপিংমল রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বা কেউ এর দায় স্বীকার করেনি। ইয়াংগনে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বলা হয়, তারা ‘হাতে তৈরি সাউন্ড বোমা বা পটকা ফোটার’ আওয়াজ পাওয়ার খবর পেয়েছেন। যার উদ্দেশ ছিল মূলত বিশৃঙ্খলা সৃষ্টি করা। বাণিজ্যিক এ রাজধানীতে চীনা একটি পোশাক কারখানায় আগুন লাগার খবর দিয়েছে মিয়ানমারের দমকল বিভাগ। অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইয়াংগনের আরেক এলাকায় বিক্ষোভকারীদের চীনের পতাকায় আগুন দেওয়ার ছবি ফেইসবুকেও এসেছে। দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটির অনেকেই ক্ষমতাসীন জান্তাকে চীনের সমর্থনপুষ্ট মনে করে; গত মাসে ইয়াংগনে চীনের বিনিয়োগ করা ৩২টি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। বুধবার এক বিবৃতিতে সামরিক জান্তার প্রধান জ্যেষ্ঠ জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, আইন অমান্য আন্দোলনের কারণে হাসপাতাল, স্কুল, সড়ক, বিভিন্ন দপ্তর ও কারখানা স্থবির হয়ে আছে। “প্রতিবেশী বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক অঙ্গনেও নানা ধরনের বিক্ষোভ হচ্ছে, কিন্তু সেখানে (বিক্ষোভকারীরা) ব্যবসার ক্ষতি করছে না। আইন অমান্য আন্দোলন হচ্ছে দেশ ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ড,” বলেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধ‘ধর্ষণের কারণ নারীর পোশাক’ মন্তব্যে তোপের মুখে ইমরান খান
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যে ৩০ এর কম বয়সীদের না নেয়ার পরামর্শ