মিয়ানমারে প্রায় ১০০ রোহিঙ্গা গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

মিয়ানমারের ইয়াংগুনে পুলিশ একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় একশ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। স্থানীয় টুমোরো নিউজ জার্নালে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বেশ কয়েকজন নারী ও পুরুষ খালি পায়ে একটি আদালত প্রাঙ্গণের মাটিতে বসে আছে। মিয়ানমার পুলিশ মাঝেমধ্যেই ‘অবৈধ ভ্রমণের’ অভিযোগে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের গ্রেপ্তার করে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা থিন মাউং লউইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে আর কোনো তথ্য জানাতে রাজি হননি। তিনি বলেন, তদন্ত এখনও চলছে। ৯৮ থেকে ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোভিড-১৯ মহামারীর বিস্তার রোধে তাদের কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হবে। খবর বিডিনিউজের।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সন্ত্রাস দমনের নামে সেনা অভিযান শুরু হলে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। এখনও প্রায় ছয় লাখ রোহিঙ্গা মিয়ানমারে বসবাস করছে। সেখানে তাদের চরম ‘জাতিবিদ্বেষের শিকার হতে হচ্ছে’ বলে মনে করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

পূর্ববর্তী নিবন্ধডিজাইনে পরিবর্তন আসছে
পরবর্তী নিবন্ধফিরনিতে তেলাপোকা মেয়াদোত্তীর্ণ রসমালাই