মিয়ানমারে পাচারকালে দুটি ইঞ্জিনচালিত বোটসহ ১ হাজার ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার এবং ২৩ চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত মঙ্গলবার বঙ্গোপসাগরে নৌবাহিনীর টহল চলাকালে বহির্নোঙর এলাকা থেকে তাদের আটক করা হয়।
নৌবাহিনী সূত্র জানিয়েছে, একটি পাচারকারী চক্র ইঞ্জিনচালিত বোটের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার করছে– গোপন সূত্রে এমন খবর পেয়ে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে ৪৬ মাইল দূরে সন্দেহজনক দুটি কাঠের বোট দেখতে পায়। নৌবাহিনী জাহাজ বোট দুটিকে তল্লাশির জন্য থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ মহিবুল্লাহ ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ এবং ‘এফবি রুনা আক্তার’ নামের দুইটি বোট আটক করে। আটক বোটগুলো তল্লাশি করে ১ হাজার ৭৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট এবং ৩২টি মোবাইল জব্দ করা হয়। এ সময় চোরাকারবারি দলের ২৩ সদস্যকেও আটক করা হয়। আটক ব্যক্তিদের সূত্রে জানা যায়, বেশি মুনাফা লাভের আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে জব্দ করা সিমেন্ট ও আটক ব্যক্তিদের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।












