মিয়ানমারে পাচারকালে বিপুল নিত্যপণ্য ভর্তি ট্রলারসহ আটক ১০

এসব পণ্যের বিনিময়ে ইয়াবা ও মদ আনার কথা ছিল

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:০৯ পূর্বাহ্ণ

মিয়ানমারে পাচারের সময় কক্সবাজারের টেকনাফ সংলগ্ন সাগর থেকে বিপুল নিত্যপণ্য ভর্তি ট্রলারসহ ১০ জনকে আটক করেছে কোস্ট গার্ড। গত শুক্রবার মধ্যরাতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক।

পাচারকারীদের নাম ও পরিচয় জানাতে না পারলেও তাদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছে বলে গতকাল শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান তিনি। জব্দ করা চোরাইপণ্যের বিনিময়ে পাচারকারীরা মিয়ানমার থেকে ইয়াবা ও মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের চালান নিয়ে আসার কথা ছিল বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। খবর বিডিনিউজের।

সিয়ামউলহক বলেন, গোপন খবর পেয়ে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। তবে পাচারকারীরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ ও পরে ট্রলারে থাকা ১০ পাচারকারীকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।

এ সময় ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার কেজি ডাল, ১ লক্ষ ৫০ হাজারটি মশার কয়েল, ২ হাজার ৫০০ কেজি রসুন, ১ হাজার কেজি টেস্টিং সল্ট, ১০ হাজার এনার্জি ড্রিংকসের বোতল, ২ হাজার ৫০০ কেজি পিয়াজ উদ্ধার করা হয়েছে। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের জন্য বহন করা এসব নিত্যপণ্যের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৭০ হাজার টাকা। জব্দকৃত মালামাল ও পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি টেকনাফ থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশখের বাইকেই প্রাণ গেল কর্মজীবীর
পরবর্তী নিবন্ধখালি চোখে উজ্জ্বলতম রূপে এসেছে শনি