আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেইভ দ্য চিলড্রেন জানিয়েছে, তারা গোলযোগপূর্ণ কায়া রাজ্যে হামলার ঘটনার পর থেকে তাদের দুই কর্মীর খোঁজ পাচ্ছে না। বছর শেষের ছুটি কাটাতে বাড়ি যাওয়ার পথে ওই দুই কর্মী পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে সহিংসতার কবলে পড়েন, শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে বলেছে তারা।
গত শুক্রবারের ওই হামলায় নারী-শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো; অনেক মৃতদেহ পোড়া অবস্থায় পাওয়া গেছে। দুই কর্মী নিখোঁজ হওয়ার পর সেইভ দ্য চিলড্রেন কায়া রাজ্য, পার্শ্ববর্তী কারেন রাজ্যের কিছু অংশ এবং ম্যাগওয়ে অঞ্চলে কার্যক্রম স্থগিতেরও ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।