মিয়ানমারে ডিজেল পাচারের চেষ্টা, আটক ৯

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

পতেঙ্গা ১৫ নম্বর ঘাট থেকে মিয়ানমারে পাচার চেষ্টার অভিযোগে বিপুল পরিমাণ ডিজেলসহ ৯জনকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার রাতে তাদের আটক করা হয় বলে বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গতকাল বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে ১৫ নম্বর ঘাট এলাকায় একটি মাছ ধরার ট্রলারের সন্দেহজনক অবস্থান দেখে সেটি তল্লাশি করে কোস্ট গার্ড। এসময় ট্রলার থেকে ৯০০০ লিটার ডিজেলসহ ট্রলারে থাকা ৯ পাচারকারীকে আটক করা হয়।

অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এসব জ্বালানি মিয়ানমারে পাচারের চেষ্টা করা হয়েছিল বলে কোস্ট গার্ডের ভাষ্য। বাংলাদেশ থেকে বিভিন্ন মাছ ধরার ট্রলারে করে মিয়ানমারে জ্বালানি, সিমেন্টসহ নানা ধরনের নিত্যপণ্য পাচার করে বিনিময়ে ইয়াবা আনা হয় বলে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য।

পূর্ববর্তী নিবন্ধফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে অটো ব্রিকস মেশিনে আটকে শ্রমিকের মৃত্যু