মিয়ানমারে ঐক্যের সরকার চায় ইউরোপীয় পার্লামেন্ট

| শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) পক্ষে অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট। আন্তর্জাতিক সব পক্ষকে এনইউজেকে যুক্ত রাখার আহ্বান জানিয়েছে তারা। গত বৃহস্পতিবার এই বিষয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে। খবর বাংলানিউজের। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে আলোচনা হয়। সেখানে ৬৪৭ সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। আর বিপক্ষে ভোট দেন দু’জন। ভোট দানে বিরত থাকেন ৩১ জন। প্রস্তাব মানবাধিকার লঙ্ঘনের মিয়ানমারের বর্তমান সরকারকে নিন্দা জানান হয়। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের প্রস্তাবে আন্তর্জাতিক সকল পক্ষকে এনইউজির সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। মিয়ানমারে সামরিক সরকারের বিকল্প সরকার হিসেবে এনইউজি কাজ করছে। উল্লেখ্য, এর আগে ফ্রান্সের সিনেটেও মিয়ানমারের বিকল্প সরকার এনইউজিকে স্বীকৃতি দিতে একটি প্রস্তাব পাস হয়।

পূর্ববর্তী নিবন্ধমুঘল আমলের হীরা-পান্নার চশমা উঠছে নিলামে
পরবর্তী নিবন্ধ‘গত বছর থেকে গোপনে’ তাইওয়ানের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র