মিয়ানমারের সাধারণ নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর, দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন গতকাল সোমবার এমনটি জানিয়েছে বলে খবর রয়টার্সের। এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশটি প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো সাধারণ নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হল। কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে ডিসেম্বর ও জানুয়ারিতে নির্বাচনের ভোট গ্রহণের পরিকল্পনা করেছে।
দেশটির এমআরটিভির ঘোষণা অনুযায়ী, নির্বাচনের পরবর্তী পর্বের তারিখগুলো পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে মিয়ানমারের ইউনিয়ন ইলেকশন কমিশন। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে খবর অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে মোট ৫৫টি রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছে। এদের মধ্যে নয়টি দল দেশজুড়ে সবগুলো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। খবর বিডিনিউজের।
চলতি মাসের প্রথমদিকে গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার সংবাদপত্র জানিয়েছিল, ছয়টি দল অনুমোদন ও নিবন্ধনের জন্য পর্যালোচনাধীন রয়েছে। তবে জান্তাবিরোধী বিরোধীদলগুলোকে হয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে অথবা তারাই এতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।