বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের ব্যবস্থাপনা সংসদের সাবেক অর্থসচিব সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিহির কানুনগো গত ১২ আগস্ট স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৯ বছর। তাঁর মৃত্যুতে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী ও মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষসহ বাহিফার ব্যবস্থাপনা সংসদের কর্মকর্তাবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।