নগরীর ২৪নং ওয়ার্ডে নবগঠিত মিস্ত্রীপাড়া মহল্লা কমিটির এক পরিচিতি সভা সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা মুন্সি মিঞার বাড়ী প্রাঙ্গণে মহল্লা কমিটির সর্দার মুহাম্মদ ইলিয়াছ মেম্বারের সভাপতিত্বে ও ১নং যুগ্ম সর্দার মুহাম্মদ শাহ্ আলমের সঞ্চালনায় গত শনিবার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটির সকল সর্দারকে ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর ও সমাজসেবক আমিনুল হক বাবু। তিনি বলেন, প্রতিটা পরিবারের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকাই সমাজের কাজ। শুধু বিয়ে, মেজবান, ফটোসেশান আর পরনিন্দা করা সমাজ কমিটির কাজ হতে পারে না। ভালো কাজ অনেকভাবে করা যায়। একটা সেলাই মেশিন কিংবা একটি রিকশা ভ্যান দিয়েও একটি অসহায় পরিবারকে স্বাবলম্বী করা যায়। এতে আরও বক্তব্য রাখেন মহল্লা কমিটির সর্দার মেহেবুব হাসান রানা, সমন্বয়কারী হাসান মুরাদ, সর্দার জহিরুল ইসলাম জহির, মো. আকবর আলী, মোহাম্মদ শাহজাহান, রেজাউল করিম রিটন, মহল্লা কমিটির যুগ্ম সর্দার হাজী মোখলেসুর রহমান, মোরশেদ আহাম্মদ, কামাল উদ্দিন, বদিউল আলম, খুরশিদ আলম (১), খুরশিদ আলম (২), হাজী আবদুল গণি, মোহাম্মদ ইকবাল, আব্দুর রহিম বাবুল, হাজী শাহজাহান, মো. জাবেদ (১), মো. জাবেদ (২), আব্দুস ছাত্তার, হাসান মুরাদ, গোলাম কবির বাপ্পি সহ অত্র মহল্লা কমিটির প্রায় ১৭০ জন সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।