মিস্ত্রিপাড়ায় বিএনপির মারামারির ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন মিস্ত্রিপাড়া এলাকায় ইফতারসামগ্রী বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদ সোহেল ও রবিউল হোসেন নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন ছুরিকাঘাতে আহত বিএনপি নেতা খুরশিদ আলম (৪৮)। মামলায় অজ্ঞাতনামা আরও ৪০৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ। তিনি বলেন, ইফতার বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। এই ঘটনায় রাতে অভিযান চালিয়ে মোহাম্মদ সোহেল ও রবিউল হোসেন নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ (শুক্রবার) আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

মামলায় আসামিরা হলেনমিস্ত্রিপাড়ার মুছা মেম্বারের বাড়ির সৈয়দুল হকের ছেলে আব্দুর সবুর মিস্ত্রি (৪০), ওয়াপদা কলোনির অলী মিয়া কন্ট্রাক্টরের বাড়ির মৃত আব্দুল হকের ছেলে দেলোয়ার (৩৫)সহ ১৪ জন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৫টায় ইফতারসামগ্রী বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষে সংঘর্ষে বিএনপি নেতাসহ ২ জন আহত হন। তারা হলেনমিস্ত্রিপাড়ার মৃত সালামত আলীর ছেলে খুরশিদ আলম (৪৮), মৃত সৈয়দ আহমদের ছেলে আবু বক্কর হোসেন রাকিব। এদের মধ্যে খুরশিদ আলম ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ সিইউনিট বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান যুগ্ম সম্পাদক।

পূর্ববর্তী নিবন্ধসম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় ঢাকা-বেইজিং
পরবর্তী নিবন্ধমিয়ানমারে বাংলাদেশিরা নিরাপদ আছেন : রাষ্ট্রদূত