মিষ্টি মেয়ে

মুনির শফিক (৩১,৭০৮) | বুধবার , ২ মার্চ, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

দুষ্টুমিতে সবার সেরা
মিষ্টি মেয়ে রেসি
দাদার প্রিয় বাবার প্রিয়
পায় সে আদর বেশি।

দুষ্টুমিতে প্রিয় দাদার
আঁকে বুড়ো ছবি
বাবার কাছে বায়না ধরে
ছুঁয়ে দেখাও রবি।

দুষ্টুমিতে খুবই পাজি
ভয় শুধু তার মা’কে
মা কখনো চোখ রাঙালে
আম্মু আম্মু ডাকে।

পূর্ববর্তী নিবন্ধফাগুনে
পরবর্তী নিবন্ধস্মরণীয়