মিষ্টিজাত পণ্যে ক্ষতিকর রং ও ফ্লেভার

হাটহাজারীতে দোকানিকে জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১০:২৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গতকাল শনিবার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে একটি মিষ্টির দোকানে ত্রিশ হাজার টাকা জরিমানা প্রদান করেছে উপজেলা প্রশাসন। তাছাড়া এই দোকানির কাছ থেকে মুছলেকাও নেওয়া হয়। উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের যুগিরহাটের ওসামা সুইটসের মালিক আকবর হোসেন সুমনকে এই জরিমানা করা হয়েছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন বলেন, ওসামা সুইটস এর মালিক আকবর হোসেন সুমন ক্ষতিকর রং ও ফ্লেভার দিয়ে মিষ্টিজাত খাদ্যপণ্য তৈরী করে আসছিল, এমনকি ভূয়া কোম্পানির স্টিকার লাগিয়ে তার নিজের উৎপাদিত মিষ্টি বাজারজাত করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার এই দোকানে অভিযান পরিচালনা করে দোকানিকে হাতেনাতে আটক করে পচা খাদ্যদ্রব্য নষ্ট করে দেওয়া হয়। তাছাড়া দোকানিকে ত্রিশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরীর মৃত্যু
পরবর্তী নিবন্ধ‘ক্যাসাব্লাঙ্কার’ জমকালো উদ্বোধন