মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

| বুধবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৫০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এক বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতের ঘটনার কয়েক ঘণ্টা পর বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া যায়, সে নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই বন্দুক সহিংসতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত সরকারি ভাষ্য পাওয়া যায়নি। কিন্তু বিশ্ববিদ্যালয়টির পুলিশের অন্তর্বর্তীকালীন উপপ্রধান ক্রিস রজম্যান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের দুই জায়গায় গুলিবর্ষণ করা হয়েছে, বার্কি হল নামে একাডেমিক ভবনে এবং মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় ইউনিয়ন ভবনে। খবর বিডিনিউজের।

ঘটনার তিন ঘণ্টা পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের রজম্যান জানান, রাত ৮টার একটু পর গুলি শুরু হলে পুলিশ এসে উভয় জায়গায় হতাহতদের পায়। হামলার উদ্দেশ্যের বিষয়ে তদন্তকারীদের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়ে তিনি বলেন, ঘটনার আগে ক্যাম্পাসে কোনো হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জ্ঞাত ছিল না।

রজম্যান জানান, তিনজন নিহত হয়েছে এবং আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। বার্কি হলে দুইজন ও এমএসইউ ইউনিয়নে একজনের মৃত্যু হয়। সহিংসতা শুরু হওয়ার প্রায় চার ঘণ্টা পর বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ক্যাম্পসে আর কোনো হুমকি নেই। আমাদের বিশ্বাস, ঘটনায় একজন সন্দেভাজনই জড়িত ছিল, বলেছেন তিনি। মিশিগানের ইস্ট ল্যান্সিংয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি ডেট্রয়েট শহর থেকে ৯০ মাইল উত্তরপশ্চিমে।

পূর্ববর্তী নিবন্ধসাগর থেকে চীনা বেলুনের সেন্সর উদ্ধারের কথা জানাল যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধবিবিসি’র দিল্লি-মুম্বাই কার্যালয়ে আয়কর কর্মকর্তাদের তল্লাশি