মিশরের আলেক্সান্দ্রিয়া নগরীতে ঘুরতে যাওয়া দুই ইসরায়েলি পর্যটক এবং তাদের মিশরীয় গাইডকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক পুলিশ কর্মকর্তার তাদের গুলি করেছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, রোববার সকালে ওই পুলিশ কর্মকর্তা একদল ইসরায়েলি পর্যটকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিডিনিউজের।
গুলিতে আরো এক ইসরায়েলি পর্যটক আহত হয়েছেন বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। গত কয়েক দশকের মধ্যে মিশরে এই ধরণের ঘটনা এটাই প্রথম। একদিন আগেই হামাস–ইসরায়েল ভয়াবহ সংঘাত শুরু হয়েছে। যাতে এরইমধ্যে সাড়ে ছয়শ’র বেশি মানুষ নিহত হয়েছেন।