মিশরে ১০ জনের মৃত্যুদণ্ড

| বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১১:৩৬ পূর্বাহ্ণ

মিশরীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা ও নাশকতার দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড ও আরও অর্ধশতাধিক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত কায়রোতে ওইসব হামলা ও নাশকতার ঘটনা ঘটেছিল।

প্রসিকিউশন ওইসব হামলাকে এখন নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার দেওয়া এ রায়ে দুই শতাধিক ব্যক্তি দণ্ডিত হয়।

মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই গণবিচারকে ‘চরম অন্যায্য’ বলে বর্ণনা করে সাজা বাতিলের আহ্বান জানিয়েছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী ও ফটিকছড়ি জোন ফাইনালে
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২০.৩৮ কোটি টাকা