(৩২, ২২২)
‘আমার আছে খেলার পুতুল
তোমার কাছে নেই’
লুবনা বলে মীনাকে
কাছে আসলো যেই।
মীনার বাবা গরীব মানুষ
টাকা পয়সা কম
সারাটা দিন ব্যস্ত কাজে
নেই সময় নেবার দম।
মীনা হেসে বলে
‘লাগবে না মোর পুতুল
তুমি খেলো খুশি মনে
আমি খেলব ফুলের সাথে
মিশব সবার সনে। ’
ইমলি খাতুন | বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ
