শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি এবং ব্রাদার্স ক্রিকেট একাডেমি। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি ৮ উইকেটে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ক্রিকেট একাডেমি ১৮০ রানের বিশাল ব্যবধানে চিটাগাং স্কোয়াডকে পরাজিত করে। প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওয়াসি করে ২১ রান। এছাড়া দেবজিত ১৪, আন্তিক ১২ এবং অন্তনু করে ১০ রান। মিলেনিয়াম ক্রিকেট একাডেমির পক্ষে ২টি উইকেট নিয়েছে আফনান। এছাড়া একটি করে উইকেট নিয়েছে শাফিন, তৌহিদুল এবং নিলয়। ৮২ রানের লক্ষ্য তাড়া করতে নামা মিলেনিয়াম ক্রিকেট একাডেমি ৯.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে আরিফুল ৩০ বলে করে ৫৩ রান। তার ইনিংসে ৮টি চার এবং ২টি ছক্কার মার ছিল। ১৫ বলে ১৬ রান করে অপরাজিত থাকে জায়ান। আফতাব আহমেদ ক্রিকেট একাডেমির পক্ষে অন্তনিল একটি উইকেট লাভ করে। বিজয়ী দলের আরিফুল হাসান ম্যাচের সেরা নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা। দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা ব্রাদার্স ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৪৬ রানের বিশাল স্কোর গড়ে তোলে। দলের পক্ষে রাহুল ৫৩ বলে ৬টি চার একটি ছক্কার সাহায্যে ৬২ রান সংগ্রহ করে। তবে মিফতাহুল মাত্র ১৪ বলে ৫টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ৫৭ রান করে। ১৮ বলে ৪টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে আকিবুল করে ৪৭ রান্ ১৬ রান আসে সাদমানের ব্যাট থেকে। চিটাগাং স্কোয়াডের পক্ষে ২টি করে উইকেট নিয়েছে নুর এ দাইয়ান এবং সরওয়াট হোসেন। ২৪৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চিটাগাং স্কোয়াড ১৩.৫ ওভারে মাত্র ৬৬ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে দুই অংকের ঘরে যেতে পেরেছে কেবল একজন। ১১ রান আসে আবদুল করিমের ব্যাট থেকে। অতিরিক্ত থেকে আসে ৩১ রান। ব্রাদার্স ক্রিকেট একাডেমির পক্ষে ৩টি করে উইকেট নিয়েছে রাহাত খান এবং আরশাদুল হক। একটি করে উইকেট নিয়েছে মিফতাহুল, রায়ান এবং তানভীর। বিজয়ী দলেল মিফতাহুল আলম ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম।