নগরীর দামপাড়া নিবাসী মরহুম আমির বক্স মিয়ার ৩য় সন্তান মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের সাবেক সহকারী প্রকৌশলী (১ম শ্রেণী অফিসার) আলহাজ শেখ গিয়াস উদ্দিন আহমেদ গতকাল ৩ জুলাই ভোর ৫ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয়– স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বিকাল সাড়ে পাঁচটায় দামপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে হযরত গরীবুল্লাহ শাহ (রহ.) মাজার সংগল্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, আলহাজ শেখ গিয়াস উদ্দিন আহমেদ দৈনিক আজাদীর সার্কুলেশন ম্যানেজার মো. আব্দুল ওয়াহেদের শ্বশুর।