চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, নাট্যকার যাত্রাশিল্পী মিলন কান্তি দে, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মুহাম্মদ শামসুল হক ও অনুবাদক আলম খোরশেদ বাংলা সাহিত্যের তিন উজ্জ্বল ব্যক্তিত্ব। তারা কেবলই পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক নন, তাঁরা স্ব স্ব ক্ষেত্রে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছেন। কবি–সাহিত্যিকরা মহৎ শব্দে অন্তরলোককে আলোকিত করেন। পাঠককে মুগ্ধতার আবেশে ভরিয়ে দেন। তাঁরা বিশ্বলোককে জাগরিত করেন। ঠিক তেমনি সংবর্ধিত লেখকদের সৃষ্টিকর্ম পাঠককে আলোড়িত করে।
চট্টগ্রাম একাডেমি আয়োজিত গতকাল ২০২২ সালে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত তিন লেখকের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি হলে সংবর্ধনা সভায় সূচনা বক্তব্য দেন একাডেমির প্রতিষ্ঠাতা শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ। বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় বক্তব্য দেন কবি কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, একাডেমির সাবেক মহাপরিচালক ড. আনোয়ারা আলম, শিল্পশৈলী সম্পাদক নেছার আহমদ, প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহ আলম নিপু প্রমুখ। এছাড়াও ছিলেন একাডেমির পরিচালক দীপক বড়ুয়া, মো. জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, রেজাউল করিম স্বপন, এস এম মোখলেসুর রহমান, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, ফারজানা রহমান শিমু, নাট্যকার রবিউল আলম, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, অধ্যাপক বিচিত্রা সেন, কবি–সাংবাদিক ওমর কায়সার, কামরুল হাসান বাদল, নাট্যজন সনজীব বড়ুয়া, মুহম্মদ মহসীন চৌধুরী, মাজহারুল হক, লিপি বড়ুয়া, সুমি দাশ, মাহবুবা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে তিন লেখকের হাতে ক্রেস্ট, অর্থ তুলে দেন ও উত্তরীয় পরিয়ে দেন চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ড. অনুপম সেন। শুরুতেই বৃন্দআবৃত্তি পরিবেশন করেন উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।