মির্জা ফখরুলের সাথে নগর বিএনপির মতবিনিময় শনিবার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ অক্টোবর, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

দীর্ঘ এক বছর আট মাস পর নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী শনিবার বিকেলে কাজীর দেউড়িস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে এ মতবিনিময় সভা। নগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন।
অবশ্য আগামীকাল শুক্রবার সকালে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে আসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নগর বিএনপি ওইদিন বিকেলেই মতবিনিময় সভা আয়োজন করতে চেয়েছিল। এ জন্য গত ৬ অক্টোবর সিএমপি’র বিশেষ শাখায় অনুমতি চেয়ে আবেদনও করেছিল বিএনপি। অনুমতি না পাওয়ায় সভার তারিখ একদিন পিছিয়ে দেয়া হয়। এর আগে ২০২০ সালের ১১ ফেফব্রুয়ারি নাসিমন ভবনে নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছিলেন বিএনপি মহাসচিব। সেবারও একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি।
শনিবারের অনুষ্ঠান প্রসঙ্গে নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন দৈনিক আজাদীকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মতবিনিময় সভা সম্পন্ন করতে চাই। অতীতেও আমরা শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করেছি। আশাকরি, প্রশাসন এবারও আমাদের সহযোগিতা করবে। তিনি বলেন, প্রতিটি থানা ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্র্মী সভায় যোগ দেবেন।
প্রস্তুতি সভা :
দলের মহাসচিবের মতবিনিময় সভা উপলক্ষে গতকাল নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে নগর বিএনপি। সভায় ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সরকার জনগণের মত প্রকাশের সকল অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার হরণ করেছে, গণতান্ত্রিক সকল অধিকার থেকে দেশের মানুষকে বঞ্চিত করেছে। তারা আবারও ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন অপকৌশল গ্রহণ করছে। কিন্তু এবার কোন অপকৌশলে কাজ হবে না। জনগণ এই সরকারের অপকৌশলের দাঁতভাঙ্গা জবাব দেবে।
নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, নিত্যপণ্যের মূল্য আকাশচুম্বি। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে চাল,ডাল, তেল, পেয়াজ,আলু সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য। সাধারণ মানুষ আজ
দিশেহারা। বাজার নিয়ন্ত্রণের দিকে সরকারের খেয়াল নেই। দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, বিএনপিসহ বিরোধীদলগুলো কার্যক্রম পরিচালনার জন্য কোনো স্পেস পাচ্ছে না। শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দল একটি দুর্বিষহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সি. যুগ্ম আহবায়ক এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইস্কান্দর মির্জা, আবুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন জিয়া, হারুন জামান, মাহবুব আলম, অধ্যাপক নরুল আলম রাজু, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধক্ষেতে বিষের টোপ দিয়ে বানর হত্যা
পরবর্তী নিবন্ধপ্রার্থী মনোনয়নে আনন্দ মিছিল মহাসড়কে তীব্র যানজট