আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী মির্জাপুর সৈয়দ পাড়া শাখা ব্যাবস্থাপনায় গত ২৪ জানুয়ারি মহান ১০ই মাঘ গাউছুল আযম সৈয়দ আহমদ উল্লাহ্ (কঃ) এর পবিত্র ১১৭ ওরশ সফল ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের পালন হওয়ায় শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার মির্জাপুর দরবার শরীফে (গাউছিয়া সৈয়দ এয়াকুব মঞ্জিলে) সংগঠনের সভাপতি সৈয়দ খালেদ হোসাইনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন শাখার উপদেষ্টা এস এম রব্বান, চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ শাহেদ ইকবাল (শিবলু), সংগঠনের সহ-সভাপতি মো. তৌহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সৈয়দ মাহফুজুল আলম, সৈয়দ ইশাদ ইকবাল, এম সালাম সহ শাখার অন্যান্য সদস্যবৃন্দ।
সভা শেষে মিলাদ পরবর্তী মোনাজাতের মাধ্যমে দেশ ও বিদেশের সকল প্রবাসী ভাইদের কল্যাণ কামনায় দোয়া করা হয়।