মির্জাপুর গৌতমাশ্রম বিহারে সভা

| সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২০ at ৫:১৫ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারের দায়কদের এক সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। বিহারের সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ শাসনানন্দ মহাথের। সভায় আসন্ন প্রবারনা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দান উৎসব সরকারের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পাদন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া বিহার পরিচালনা কমিটির সাংস্কৃতিক সম্পাদক দিলীপ বড়ুয়া ও বিহারের আওতাধীন দায়ক যথাক্রমে তিলক বড়ুয়া, ঝুনটু, দুদুল বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া ও মাষ্টার সুমন বড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনুপম সেনের সঙ্গে সুজনের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধচকরিয়া সুন্দরবনে জেগে ওঠা চরে প্যারাবন সৃজনের উদ্যোগ