মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৬:৩২ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনা করবে। তাই তাদের অনুপ্রানিত করে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের একযোগে কাজ করতে হবে। গত রোববার বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আতিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক শেখ আহাম্মদ, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন। বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক সৈয়দ মোস্তফা আলম মাসুম, সহকারী প্রধান শিক্ষক লিটনময় দে, সিনিয়র শিক্ষক ও মো. একরামুল হক। অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, আবদুল মান্নান, ফজল করিম, ডা. সুভাষ নাম ও প্রনব কুমার সেন। শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।শুরুতে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে নৌবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা