মির্জাপুর ইউপির নব নির্মিত ভবন উদ্বোধন

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৩০ জুন, ২০২১ at ৭:৩৬ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের নব নির্মিত সম্প্রসারিত ভবন উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান, ইউপি সচিব, সংরক্ষিত আসনের মহিলা সদস্য, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইউএনও বলেন, উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন মির্জাপুর। কিন্তু জরাজীর্ণ ইউনিয়ন পরিষদ ভবনের একটা ১০ ফুট বাই ১০ ফুট কক্ষে বসে অফিস করতেন ইউপি চেয়ারম্যান। ওই কক্ষেই গাদাগাদি করে বসে সভা করতেন ১২ জন ইউপি সদস্য। রুমের আলোও ছিল স্বল্প। সেবাগ্রহীতাদের ছিল না কোনো বসার স্থান। এর পরিপ্রেক্ষিতে এই বছরের শুরুর দিকেই ইউনিয়ন পরিষদকে বদলে দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। ইউনিয়ন পরিষদের পরিবেশের মান উন্নয়নের লক্ষে সেবাগ্রহীতাদের পৃথক বসার স্থান নির্মাণ করা হয়েছে, নির্মাণ করা হয়েছে বিশাল চত্ত্বর। এছাড়া চেয়ারম্যান এবং সদস্যদের জন্য নির্মাণ করা হয়েছে প্রশস্থ পরিসরের অফিস যেখানে চেয়ারম্যান সদস্য ছাড়াও অতিরিক্ত ২০ জন সেবাগ্রহীতা বসতে পারবেন। বদলে যাওয়া ইউনিয়ন পরিষদ ইউনিয়নবাসীকে নতুন স্বপ্ন দেখাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধগুইমারায় সেনা অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা মুলকেতুর রহমান