হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের ২০২৪–২০২৫ অর্থবছরের ২ কোটি ১ লক্ষ ১১ হাজার ৬০০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। গত সোমবার ইউপি মিলনায়তনে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আকতার হোসেন খান। বাজেট অধিবেশনে ইউনিয়নের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. মশিউজ্জামান। বিশেষ ছিলেন পশ্চিম মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমান গণি এবং ইউনিয়ন পরিষদের সদস্য–সদস্যাবৃন্দ। ঘোষিত বাজেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট দেশ গঠনে গ্রাম হবে শহর এ নীতি অনুসরণ করে গ্রাম উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট উন্নয়নের উপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়।
বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণ করেন পরিষদ সদস্য মো. জাকির হোসেন, ডেজী আকতার, মোহাম্মদ এয়াকুব, মুহাম্মদ মুছা, উপ–সহকারী কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ ভট্টাচার্য্য ও এনজিও প্রতিনিধি সুপ্রিয়া বডুয়া।