হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম গতকাল শুক্রবার বিকালে মির্জাপুর ইউনিয়নে অবস্থিত মির্জাপুর শান্তিধাম বিহার ও মির্জাপুর গৌতমাশ্রম বিহারে বিহার কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় তিনি বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান তথা সাধনায় সিদ্ধি লাভ ও মহাপরিনির্বান নির্বান প্রাপ্তীর ত্রি স্মৃতি বিজড়িত এই দিনের গুরুত্ব তুলে ধারেন। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা করেছিলেন। সরকারের ডিজিটাল বাংলাদেশের ঘোষণা বাস্তবায়িত হয়েছে। পরে দেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তর করেছেন। এরপর উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়ে এর বাস্তবায়নের জন্য কাজ করছেন। সরকারের স্মার্ট বাংলাদেশ করার জন্য বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের সাম্য, মৈত্রী ও সমপ্রীতির নীতি আদর্শের অনুসরণ করতে হবে। যেখানে শৃঙ্খলা থাকবে সেখানেই উন্নয়ন হবে। এজন্য দেশের প্রত্যেক নাগরিককে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে। এজন্য প্রত্যেক মানুষকে একযোগে কাজ করতে হবে।











