হাটহাজারীর মির্জাপুরে বাংলা নববর্ষ বরণের প্রস্ততি সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। মির্জাপুর গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটি ও বিহারের আওতাধীন দায়ক/দায়িকাদের নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শাসনানন্দ মহাথের।
বিহারের ৬ষ্ঠ সংঘরাজ নান্দনিক ধর্মানন্দ মিলনায়তনে আয়োজিত সভায় নববর্ষ বরণের প্রস্ততি নিয়ে বক্তারা নিজেদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। সভায় সমাজ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান, বুদ্ধ পূজা, শীল গ্রহণ, সন্ধ্যাকালীন গিলানো প্রত্যয় পূজা, বুদ্ধ কীর্তন, প্রদীপ প্রজ্জ্বলের কর্মসূচি গ্রহণ করা হয়। বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ অনুপম বড়ুয়ার সঞ্চালনায় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কেশব কুমার বড়ুয়া, বিজয় দর্শন বড়ুয়া, রনজিত কুমার বড়ুয়া, লোকনাথ বড়ুয়া, হরিপদ বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, সন্তোষ বড়ুয়া বটন, উদয়ন বড়ুয়া, ইশু তোষ বড়ুয়া প্রমুখ।








