ভারতীয় টিভি চ্যানেল জি-বাংলা আয়োজিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো মীরাক্কেলের দশম আসরের দ্বিতীয় পর্বেই ‘রসিক রত্ন’ সম্মান জিতে নিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী আফনান আহমেদ রাশেদ। কিন্তু ওপার বাংলায় করোনার ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকায় জনপ্রিয় এই কমেডি শোয়ের দশম আসরের ফাইনালে অংশগ্রহণ করার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল এই জবি শিক্ষার্থীর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের এই শিক্ষার্থী নিজের দ্বিতীয় পর্ব থেকেই হাসির ফোয়ারা বইয়ে মন জয় করে নিয়েছিলেন বিচারকমণ্ডলী থেকে শুরু করে দর্শকসারির সবার। তার উদ্যমী প্রতিভা ও অসাধারণ নৈপুণ্য ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছিল সারাদেশে। ফাইনালে সুযোগ পেয়েও অংশগ্রহণ না করতে পারার আক্ষেপ নিয়ে রাশেদ বলেন, লকডাউনের কারণে শুটিং হয়ে গেছে। মীরাক্কেলের গ্রান্ড ফিনালিস্ট হয়েও অংশগ্রহণ করা হচ্ছে না আমার। মীরাক্কেলে পারফরম্যান্স করাটা সত্যিই অনেক গর্বের ও সম্মানের।
তিনি বলেন, ‘জি বাংলা ও মীরাক্কেল টিম সর্বোচ্চ চেষ্টা করেছে ভারতে গ্রান্ড ফিনালের শুটিং এ আমাকে অংশগ্রহণ করানোর বিষয়ে। কেটে ফেলা হয়েছিল ফ্লাইটের টিকিটও। শেষ মুহূর্তে কঠোর লকডাউনে বাংলাদেশ-ভারতের সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়।