মহানগরীর হালিশহরস্থ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের কার্যনিবাহী পরিষদের সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের নিজস্ব কার্যালয় মিরসরাই ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশন সভাপতি কালু কুমার দে। সাধারণ সম্পাদক এস. এম আবুল হোসেনের সঞ্চালনায় সভায় ডিসেম্বর মাসকে সাংগঠনিক মাস ঘোষণার পাশাপাশি উক্ত মাসে নতুন দাতা, পৃষ্ঠপোষক ও আজীবন সদস্য করে এসোসিয়েশনের সাথে সম্পৃক্তকরণে সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সাথে এসোসিয়েশনের বার্ষিক পুনর্মিলনী, আনন্দ ভ্রমন ও ভবন বরাদ্দ নিয়ে আলোচনা হয়।
সভায় এস এম মহিউদ্দিন, মো. ইউনুছ ভূইয়া, তৌহিদ উদ দৌজা ভূইয়া, বেলায়েত হোসেন, মেহেদী হাসান চৌধুরী, নুরুল ইসলাম ইরান, ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান, লায়ন রাশেদা আক্তার মুন্নি, নিজাম উদ্দিন হারুন, মো. আইয়ুব আলী, এড.এমরান উদ্দিন স্বপন, ইসমাইল নিজামী সবুজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।