মিরসরাইয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ১২:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম সেলিম (৪৮)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-০৭)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার জোরারগঞ্জের বারৈইয়াহাট রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) র‍্যাব-০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। গ্রেপ্তার সাইফুল চট্টগ্রামের সন্দ্বীপ কালাপানিয়া ইউনিয়নের মৃত মোজ্জামেল হকের ছেলে।

র‍্যাব জানায়, ২০০১ সালের ৪ ফেব্রুয়ারি আসামি সাইফুলের বিরুদ্ধে ফেনী সদর থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) মামলা দায়ের হয়। বিচারিক প্রক্রিয়ায় আসামি সাইফুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ২৪ বছর পর বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে যুবলীগ কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হত্যা মামলার আসামি ইরফান গ্রেপ্তার