মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে অস্ট্রেলিয়ার মন্ত্রী

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৫ মে, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের ক্রিকেটের সবচাইতে প্রসিদ্ধ ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সুযোগ সুবিধা পরখ করে দেখলেন অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটস। গতকাল বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনকে নিয়ে ঘুরে দেখেছেন এখানকার ক্রিকেটের সুযোগসুবিধা। ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আধুনিক সব সুযোগসুবিধাই থাকবে সেখানে। এই স্টেডিয়াম নির্মাণের জন্য পপুলাস নামের এক অস্ট্রেলিয়ান কোম্পানিকে নিয়োগ দিয়েছে বিসিবি। এসব নিয়ে কথা বলতেই অস্ট্রেলিয়ার মন্ত্রীর আগমন বলে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। এরও বেশ কিছুদিন আগে আমাদের অস্ট্রেলিয়ার হাই কমিশনের সঙ্গে একটা বৈঠক হয়েছিল। তখন আমাদের জানানো হয়েছিল মন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপারে আগ্রহী এবং আমাদের সুযোগসুবিধাগুলো উনি দেখতে চাচ্ছেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নতুন যে স্টেডিয়াম করতে যাচ্ছে বিসিবি সে স্টেডিয়াম সম্পর্কে উনাদের আগ্রহ আছে। আর এই স্টেডিয়ামের কনসালটেন্ট হিসেবে অস্ট্রেলিয়ার একটা কোম্পানিকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা বিস্তারিত ড্রয়িং, ডিজাইন নিয়ে কাজ করছে। এ বিষয়গুলোতে আগ্রহের জন্যই এই ভিজিটে আসা। একইসঙ্গে আমাদের বর্তমান সুযোগসুবিধাগুলো দেখেছেন । সে সাথে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গেও দেখা করেছেন অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্র মন্ত্রী। এ সময় বিসিবি সিইও জানিয়েছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনের সঙ্গে একটি সমঝোতার কথাও। প্রতি বছর বাংলাদেশ থেকে ক্রিকেট সংশ্লিষ্টরা অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রোগ্রামে অংশ নেবেন বলে জানান তিনি। অস্ট্রেলিয়ার হাইকমিশনের সঙ্গে আগে কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে একটা বোঝাপড়ায় যাচ্ছি। প্রতি বছর আমাদের শুধু ক্রিকেটার না, যারা কিউরেটর আছেন, কোচ আছে, সংগঠকরা আছে, তাদেরকে ওখানে গিয়ে বিভিন্ন প্রোগ্রাম করার ব্যাপারে অস্ট্রেলিয়ার হাইকমিশন আমাদের সাহায্য করবে। এ ব্যাপারে একটা প্রক্রিয়ায় এগিয়েছি। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান অস্ট্রেলীয় সহকারী পররাষ্ট্র মন্ত্রীর হাতে বাংলাদেশ দলের জার্সি তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধরনি এবং মৃত্যুঞ্জয়ের অভিষেক টাইগার শিবিরে
পরবর্তী নিবন্ধমেয়েদের হ্যান্ডবলের দুই বিভাগের ফাইনালেই বাংলাদেশ-ভারত