রাজধানীর মিরপুর পল্লবী এলাকার একটি ছয়তলা ভবনের গ্রাউন্ড ফ্লোরে জেনারেটর রুমে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট কাজ করে আগুন নিভিয়ে ফেলে। ওই ভবনের ছয়তলায় কসমো স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। খবর বাংলানিউজের।
দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকার ১ নম্বর রোডের বাড়িটির ছয়তলার গ্রাউন্ড ফ্লোরের জেনারেটরে আগুনের ঘটনা ঘটে। পরে দুটি ইউনিট কাজ করে বেলা ২টা ১৩ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। এর আগে আগুনের সংবাদ পাওয়া যায় ১টা ১৩ মিনিটের দিকে। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।