উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কোমলমতি অসংখ্য শিশু নিহত ও আহত হওয়ার ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশ। গতকাল পালিত হয়েছে জাতীয় শোক দিবস। সরকারি, আধা–সরকারি, বেসরকারি অফিসসমূহে পতাকা অর্ধনমিত করা হয়েছে। এখনও ভয়াবহ এই ঘটনায় শোকে মুহ্যমান পুরো দেশ। এরই মধ্যে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচ হওয়াতে হয়তো ম্যাচটি স্থগিত করা সম্ভব হয়নি। তবে মিরপুরে উত্তরা ট্র্যাজেডিতে আহত–নিহতদের স্মরণ করা হয়েছে। জাতীয় শোক দিবস হওয়ার কারণে এমনিতেই পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ট্র্যাজেডিতে আহত–নিহতদের স্মরণে মিরপুরে ম্যাচ শুরুর আগে কোনো জাতীয় সঙ্গীত গাওয়া হয়নি। দুই দলের খেলোয়াড়রা মাঠে নেমে এক মিনিট নীরবতা পালন করা হয়। দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পুরো গ্যালারির দর্শকরাও দাঁড়িয়ে উত্তরা ট্র্যাজেডিতে আহত–নিহতদের স্মরণে দাঁড়িয়ে সম্মান ও শ্রদ্ধা জানান।
গত সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ–৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে গতকাল পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দগ্ধ অন্তত ২০০ জন। এমন মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শোক প্রকাশ করেছে আগের দিনই। দ্বিতীয় টি–টোয়েন্টিতে ক্রিকেটাররা কালো ব্যাজ পরে মাঠে নামেন। ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।