মিরপুরের মাঠে মোমিনুলের এক হাজার রান

| শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

টেস্ট ক্রিকেটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের ব্যাটার মোমিনুল হক। আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল শেষ হওয়া সিরিজের একমাত্র টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৭ ও অপরাজিত ২০ রান করেন মোমিনুল।

 

এতে মিরপুরের ভেন্যুতে ১৫ টেস্টের ২৭ ইনিংসে তিন সেঞ্চুরি ও পাঁচ হাফ সেঞ্চুরিতে মোমিনুলের রান এখন ১০১৮। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ১৯ রান দরকার ছিলো মোমিনুলের। ম্যাচের প্রথম ইনিংসে ১৭ রানে আউট হন তিনি। দ্বিতীয়

ইনিংসে অপরাজিত ২০ রানের ইনিংস খেলার পথে এ ভেন্যুতে মাইলফলক স্পর্শ করেন এই বাঁহাতি ব্যাটার। মোমিনুলের আগে মিরপুরের ভেন্যুতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মুশফিক ২৪ টেস্টের ৪৩ ইনিংসে ৪টি সেঞ্চুরি ও ৮টি হাফ

সেঞ্চুরিতে করেন ১৭১২ রান। সাকিব ২১ টেস্টের ৩৮ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরিতে করেন ১৫৮৩ রান। তামিম ইকবাল ২০ টেস্টের ৩৭ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরিতে ১৩১২ রান করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআমিশা প্যাটেলের নামে গ্রেপ্তারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধহারের শঙ্কা কখনোই পায়নি সাকিবকে