মিরনকে শোকস করার সিদ্ধান্ত বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের জুয়া কান্ডের ঢেউ লেগেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও। দেশের ফুটবলের সর্বো”চ সংস্থা চিঠি দিয়ে বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের কাছে বিস্তারিত জানতে চেয়েছে এই জুয়া কান্ডের। সে চিটির প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন গত মঙ্গলবার সভায় বসে। এসোসিয়েশনের সভাপতি বীর বাহাদুর এম পি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুয়া কান্ডের বিস্তারিত জানতে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক আবদুল হান্নান মিরনকে কারণ দর্শাও নোটিশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে। তার জবাবের পর একটি কমিটি গঠন করে সে কমিটি চট্টগ্রামে এসে বিষয়টি তদন্ত করবে বলে জানিয়েছেন বাফুফে রেফারীজ কমিটির ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম নেছার।
তিনি বলেন আমাদের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যেখানে দেশের প্রধানমন্ত্রী জুয়ার ব্যাপারে কোন ধরনের ছাড় দিতে নারাজ সেখানে আমরা এধরনের বিষয়কে কোন মতেই প্রশ্রয় দিতে পারি না। দেওয়ার প্রশ্নও আসে না। তিনি বলেন আমরা বিষয়টি তদন্ত করে আমাদের তরফ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেব। মাঠে আমরা বিচারক। একজন বিচারক হয়ে এ ধরনের ঘৃন্য কর্মকান্ডের সাথে জড়িত হতে পারি না। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি সহ সবাই বিষয়টা নিয়ে বেশ সিরিয়াস। তাই আমরা সঠিক সিদ্ধান্তই নেব।

পূর্ববর্তী নিবন্ধআবদুল হান্নান মিরনকে স্থায়ীভাবে অবাঞ্চিত ঘোষণার সুপারিশ
পরবর্তী নিবন্ধইয়াকুব ভাণ্ডার দরবারে খতমে বোখারি