মিয়ানমার থেকে এক লাখ ৫ হাজার টন আতপ চাল দেশে এসে পৌঁছেছে। সরকারিভাবে আমদানিকৃত উক্ত চালানের সর্বশেষ ২৩ হাজার টন চাল নিয়ে এমভি ইয়ং এন নামের একটি জাহাজ গতকাল সরাসরি এসে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে।
সূত্র জানিয়েছে, সরকার মিয়ানমারের সরকারের কাছ থেকে ১ লাখ ৫ হাজার টন আতপ চাল আমদানির চুক্তি করে। উক্ত চুক্তির আওতায় প্রথম চালানের ২২ হাজার টন চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার নামের একটি জাহাজ গত ১৭ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে এসেছিল। পরবর্তীতে আরো ৮টি জাহাজ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। গতকাল সর্বশেষ চালানটির ২৩ হাজার টন চাল নিয়ে এমভি ইয়ং এন চট্টগ্রাম পৌঁছে। মিয়ানমার থেকে মোট ১০টি জাহাজে উপরোক্ত চাল চট্টগ্রাম বন্দরে আনা হয়।
গতকাল দুপুর পৌনে দুইটা নাগাদ চালবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছালে চলন্ত জাহাজেই চট্টগ্রাম বন্দরের পাইলট জাহাজটির নিয়ন্ত্রণ নেন এবং বিকেল পৌনে ৪টা নাগাদ এটিকে নিরাপদে বন্দরের জেসিবি–৯ নম্বর জেটিতে নোঙর করান। আমদানিকৃত চালের গুণগতমান পরীক্ষা শেষে গতকাল থেকেই খালাস শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মিয়ানমার থেকে চাল নিয়ে আসা জাহাজগুলোর স্থানীয় এজেন্ট সেভেন সীজ শিপিং লাইন্সের সিইও আলী আকবর চৌধুরী চুক্তির সর্বশেষ চালান চট্টগ্রামে পৌঁছার কথা স্বীকার করে বলেন, মিয়ানমার থেকে ১ লাখ ৫ হাজার টন চালের পুরোটাই দেশে এসে পৌঁছেছে। এই চাল দেশের চালের বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি মন্তব্য করেন।