মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৯:০৭ পূর্বাহ্ণ

মিয়ানমার থেকে পালিয়ে কঙবাজারের টেকনাফ উপকূল দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শোভন কুমার শাহ বলেন, টেকনাফ সমুদ্র উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা সবাই মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাদের কী করা হবে, সে বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।

অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহসান উদ্দিন। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনী এক সাথে কাজ করছে।

এর আগে গত ৫ জানুয়ারি টেকনাফের মেরিন ড্রাইভের উপকূলের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারীশিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধসম্প্রীতি, মুক্তবুদ্ধি ও প্রগতির স্বার্থে প্রাসঙ্গিক কিছু কথা
পরবর্তী নিবন্ধসিরাজুর রহমান