মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণ-গোলাগুলির বিকট শব্দে এপারে আতঙ্ক

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২৫ মার্চ, ২০২৪ at ৫:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আবারও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছে।

রোববার (২৪ মার্চ) রাত থেকে টেকনাফের সীমান্তের হোয়াইক্যং, হ্নীলা, শাহপরীর দ্বীপ এলাকায় থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শুনতে পান স্থানীয়রা।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুর কবির বলেন, হোয়াইক্যং সীমান্তের খারাংখালী, নয়া বাজার, মিনা বাজার, কানজর পাড়া, জিম্মখালী, উনচিপ্রাং, লম্বাবিল সীমান্তে বিকট শব্দ ভেসে আছে। সীমান্তবর্তী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, রোববার রাতে এবং সোমবার সকালে মর্টারশেল ও ভারী গুলির শব্দ ভেসে আসছিল সীমান্তের ওপার থেকে।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, সীমান্তে মর্টার শেল ও গুলির শব্দ নতুন কিছু নয়। কয়েকদিন পর পর গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসে মিয়ানমার থেকে।

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটি ঘাটের টোল আদায়কারী মোহাম্মদ সিদ্দিক বলেন, মিয়ানমার থেকে ভেসে আসে গুলির শব্দ। এতে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে রেস্টুরেন্ট কর্মচারীকে খু’ন, অন্যতম আসামি সাইফুল র‌্যাবের জালে
পরবর্তী নিবন্ধমিয়ানমারে অকটেন পাচারকালে তিন পাচারকারী আটক