মিয়ানমারে মেয়েদের এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব খেলবে বাংলাদেশ

| শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ৬:২৭ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশন সদর দপ্তরে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। এতে বাংলাদেশ ‘সি’ গ্রুপে পড়েছে। নারী এশিয়ান কাপ বাছাইয়ে ৩৪ দল অংশগ্রহণ করছে। ছয়টি গ্রুপে চারটি করে আর দুটি গ্রুপে পাঁচটি করে দল আছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর ১২৬ মার্চ অনুষ্ঠিতব্য মূল পর্বে অংশগ্রহণ করবে। বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন চীন ও আরও দুই শীর্ষ দেশ কোরিয়া এবং জাপান সরাসরি মূল পর্বে খেলবে।

বাংলাদেশের গ্রুপের স্বাগতিক মিয়ানমার। ২৩ জুন থেকে ৫ জুলাই বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ বাহরাইন ও তুর্কমেনিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বাংলাদেশের প্রধান বাধা মূলত মিয়ানমার।

পূর্ববর্তী নিবন্ধআমিরবাগ রিক্রিয়েশন ক্লাবের স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধহ্যাভিয়ের ক্যাবরেরার রেকর্ড প্রকাশ করলো বাফুফে