মিয়ানমারে বাংলাদেশিরা নিরাপদ আছেন : রাষ্ট্রদূত

| শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং ৬ দশমিক ৮ মাত্রার পরাঘাতে হতাহতের ঘটনা ঘটলেও সেখানে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদ আছেন বলে জানিয়েছেন নেপিদোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন। গতকাল শুক্রবার এক ফেইসবুক পোস্টে তিনি বলেন, মিয়ানমারে সব বাংলাদেশি নাগরিক নিরাপদ আছে। আলহামদুলিল্লাহ।

গতকাল দুপুর ১২টা ৫০ মিনিটে (স্থানীয় সময়) মিয়ানমারের উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ থেকে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবারের এই ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠেছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককও। সেখানে নির্মীয়মাণ একটি বহুতল ভবন ভেঙে পড়ে এখন পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অন্তত ৮১ জন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের হিসাবে ৭ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের ১৭ দশমিক ২ কিলোমিটার দূরে, মাটির ১০ কিলোমিটার গভীরে। ওই ভূমিকম্পে এখন পর্যন্ত মিয়ানমারে ২০ জন এবং থাইল্যান্ডে ৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

শুক্রবারের এই ভূমিকম্পের ধাক্কা লেগেছে চীনের কিছু এলাকাতেও। চীনের ইউনান প্রদেশেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। তবে সেখানে কেউ নিহত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি। ভারতের বিস্তীর্ণ এলাকাতে কম্পন অনুভূত হয়েছে। কলকাতায় কোথাও কোথাও মৃদু কম্পন টের পাওয়া গেছে। কম্পন অনুভূত হয়েছে দিল্লি পর্যন্ত। কেঁপেছে বাংলাদেশ এবং ভিয়েতনামও।

পূর্ববর্তী নিবন্ধমিস্ত্রিপাড়ায় বিএনপির মারামারির ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধচকরিয়া সুন্দরবনে লাগানো হবে ম্যানগ্রোভ প্রজাতির ৩ লাখ চারা