মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া জব্দ, আটক ১০

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ৩ মে, ২০২৫ at ৬:২৬ পূর্বাহ্ণ

সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপ থেকে মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমান ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুনঅররশীদ জানান, গত ১ মে কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিনের দক্ষিণে ছেড়াদ্বীপ এলাকায় একটি ইঞ্জিনচালিত কাঠের বোট দেখতে পায়। কোস্ট গার্ড বোটটিকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে জাহাজ কর্তৃক বোটটিকে আটক করা হয় এবং বোটটিতে তল্লাশি করে অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃত পাচারকারিরা কক্সবাজার জেলা এবং চট্টগ্রামের বাসিন্দা।

তিনি বলেন, পরবর্তীতে জব্দকৃত সার টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয় এবং আটককৃত পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোটটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচার রোহিঙ্গাকে ছেড়ে দিল আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানজট, ভোগান্তি