কক্সবাজারের রামু থেকে মিয়ানমারে পাচারকালে পাঁচশ লিটারেরও বেশি অকটেন উদ্ধার করা হয়েছে। এসময় দুই পাচারকারী আটক হয় র্যাবের হাতে। গত মঙ্গলবার ভোর ৫টার দিকে খুনিয়াপালং পেঁচারদ্বীপ মাংলাপাড়া রেজু খালে এই অভিযান চালানো হয়। আটকরা হলেন পেঁচারদ্বীপ মাংলা পাড়ার আবদুস সোবহানের পুত্র নুরুল হক (৩০) ও একই এলাকার আবুল হোসেনের পুত্র রহমত আলী (৩৫)।
র্যাব–১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, পেঁচারদ্বীপ মাংলাপাড়া রেজুর খাল থেকে আনুমানিক ২০০ গজ উত্তর দিকে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় কতিপয় চোরাকারবারি অবৈধভাবে মিয়ানমারে দেশে নৌকা যোগে অকটেন পাচার করার জন্য অবস্থান করছে– এই খবর পেয়ে র্যাবের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে দুই পাচারকারীকে আটক করা হয় এবং তিন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে তাদের হেফাজতে থাকা একটি মোটর সাইকেলসহ সর্বমোট ৫০০ লিটার অকটেন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ও পলাতক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক এবং পলাতক পাচারকারীরা পরস্পরের সহযোগিতায় দেশের বিভিন্ন পেট্রোল পাম্প থেকে পাইকারি দামে অকটেন কিনে রাখে। পরবর্তীতে তারা সেসব অকটেন উচ্চ দামে বিক্রির লক্ষ্যে কক্সবাজার জেলার রামু থানাধীন দুর্গম পেঁচার দ্বীপ এলাকার সমুদ্র উপকূল ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় নিয়ে আসে। সেখানেই ধরা পড়ে তারা।