মিয়ানমারের ৩০০ শরণার্থীকে বহনকারী নৌকা ফিরিয়ে দিল মালয়েশিয়া

| সোমবার , ৬ জানুয়ারি, ২০২৫ at ৯:২৬ পূর্বাহ্ণ

মিয়ানমারের নথিবিহীন প্রায় ৩০০ অভিবাসন প্রত্যাশীকে বহনকারী দু’টি নৌকাকে মালয়েশিয়ার কোস্টগার্ড তাদের জলসীমা থেকে পাহারা দিয়ে বের করে দিয়েছে। খবর বিডিনিউজের।

মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি শনিবার জানিয়েছে, শুক্রবার মালয়েশিয়ার অবকাশযাপন দ্বীপ লংকাউই দক্ষিণপশ্চিম দিকে দুই নটিক্যাল মাইল দূরে নৌকা দু’টি দেখা যায়। খাবার ও পানি না থাকায় নৌকা দু’টির আরোহীরা সবাই কাহিল অবস্থায় ছিল। তখন কর্তৃপক্ষ তাদের খাবার ও পানযোগ্য পরিষ্কার পানি সরবরাহ করে। এমএমইএর মহাপরিচালক মো. রোজলি আব্দুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, নৌকাগুলোর গতিপথের বিষয়ে আরও তথ্য পেতে আমরা থাই এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সঙ্গেও নিবিড় সহযোগিতা বজায় রেখে চলেছি। ওই অভিবাসন প্রত্যাশীরা রোহিঙ্গা কি না, তা পরিষ্কার করেনি মালয়েশীয় কোস্টগার্ড। রোহিঙ্গারা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী। নিজ দেশে তারা নিপীড়নের শিকার হচ্ছে আর তাদের নাগরিকত্ব স্বীকার করা হয় না। রয়টার্স জানিয়েছে, শুক্রবার মিয়ানমারের অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা লাংকাউই দ্বীপের সৈকতে আসার পর মালয়েশীয় পুলিশ নথিবিহীন ১৯৬ জনকে আটক করে। পুলিশ জানায়, তাদের মধ্যে ৭১ জন শিশু ও ৫৭ জন নারী। তারা সবাই জাতিগত রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার আরেক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, আটক সব অভিবাসন প্রত্যাশীকে নথিভুক্ত ও স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোটরসাইকেল আকৃতির বিশাল টুনা, ১৩ লাখ ডলারে বিক্রি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার