মিয়ানমারের ভূমিকম্প দুর্গত এলাকায় থাকা মার্কিন ত্রাণ টিম বরখাস্ত

| রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৯:১৪ পূর্বাহ্ণ

মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ক্ষতি কাটিয়ে উঠার কাজে সহায়তারত তিন মার্কিন ত্রাণ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) এর সাবেক জ্যেষ্ঠ কর্মী মার্শা ওয়াং রয়টার্সকে জানান, মিয়ানমারে যাওয়ার পর শুক্রবার ওই তিন কর্মকর্তাকে জানিয়ে দেওয়া হয়, তাদের চাকরি আর থাকছে না।

বিদেশে ওয়াশিংটনের রোগ প্রতিরোধ প্রচেষ্টা দেখভালকারী ইউএসএআইডির ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান অ্যাসিসটেন্সের সাবেক উপপ্রশাসক ওয়াং বলেন, এই দলটি অবিশ্বাস্যরকম কঠোর পরিশ্রম করছিল। যাদের সত্যিকার প্রয়োজন তারা যেন মানবিক সহায়তা পায় সেদিকে লক্ষ্য রাখছিলেন তারা। এর মধ্যে যদি কেউ খবর পায় তার চাকরি আর থাকছে নাএটা হতাশাজনক না হয়ে যায় কীভাবে?

২৮ মার্চ মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দেশটিকে অন্তত ৯০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম। ট্রাম্পের প্রশাসন ইউএসএআইডির ব্যাপক কর্মী ছাঁটাই করার পর সংস্থাটির সাড়া দেওয়ার সক্ষমতা হ্রাস পেয়েছে। অপরদিকে চীন, রাশিয়া, ভারত ও অন্য দেশগুলো সাহায্য করতে জড়ো হয়েছে। গত কয়েক সপ্তাহে ট্রাম্পের প্রশাসন ইউএসএআইডির প্রায় সব কর্মীকে ছাঁটাই করার পদক্ষেপ নেয়। আর ট্রাম্পের মিত্র ধনকুবের ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফেসেন্সি (ডিওজিই) এই সংস্থাটির তহবিল হ্রাস করে ও ঠিকাদারদের ছাঁটাই করে দেয় এবং এগুলোকে অপচয়মূলক ব্যয় বলে অভিহিত করে। খবর বিডিনিউজের।

ওয়াং জানান, ইউএসএআইডির ওই তিন কর্মী ভূমিকম্প দূর্গত এলাকাগুলোতে রাস্তার মধ্যেই ঘুমাচ্ছিল, কয়েক মাসের মধ্যেই তাদের ছাঁটাই কার্যকর হবে। ফের পরাঘাত হতে পারে আর তাতে আবার ভবন ধসে পড়তে পারে এমন আশঙ্কায় মিয়ানমারের ভূমিকম্প দুর্গত এলাকার বাসিন্দারা খোলা আকাশেই নিচেই রাতযাপন করছেন। ওয়াং জানান, ইউএসএআইডির বাকি যে কর্মীরা আছেন তাদের সঙ্গে তার যোগাযোগ ছিল এর শুক্রবার সব কর্মীদের এক বৈঠকের পর তাদের ছাঁটাই হওয়ার খবরটি পান তিনি। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। ইউএসএআইডিকে ভেঙে দেওয়ায় মিয়ানমারের ভূমিকম্পে যুক্তরাষ্ট্র দ্রুতগতিতে সাড়া দিতে পারছে না, এমন সমালোচনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার ব্রাসেলসে সাংবাদিকদের তিনি বলেছেন, মিয়ানমার কাজ করার মতো সহজ জায়গা না। দেশটির সামরিক সরকার যুক্তরাষ্ট্রকে পছন্দ করে না আর দেশটিতে কাজ পরিচালনা করতে বাধা দিচ্ছে, যা তারা চায়। জাতিসংঘ অভিযোগ করে বলেছে, জান্তা সরকার মানবিক ত্রাণ বিতরণ সীমিত করছে। রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আর বিশ্বের শীর্ষ দাতা না, তিনি অন্য সম্পদশালী দেশগুলোকে মিয়ানমারকে সহায়তা করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসুগন্ধি নিয়ে আপত্তি, হাতাহাতি দুই মহিলা যাত্রীর, দু’ঘণ্টা দেরিতে ছাড়ল বিমান
পরবর্তী নিবন্ধজেএমসেন হলে বসন্ত উৎসব ও মিলন মেলা