সীমান্তের ওপারে চলমান সংঘাতে মিয়ানমারের ছোড়া গুলি ফের এসে পড়লো বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ২ জন বাংলাদেশী যুবক আহত হয়েছে। আহতরা হলেন-জাহাঙ্গীর আলম ও নুর হোসেন।
শুক্রবার রাতে সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ভাজাবনিয়া চিতারকুম এলাকায় বাংলাদেশ-মিয়ানমারের কাঁটাতারের বেড়ার পাশ্ববর্তী এলাকায় ধানক্ষেতে পানি দেবার সময়ে মিয়ানমার সীমান্তের ওপার থেকে গুলি এসে পড়ে বাংলাদেশে। এতে গুলিবিদ্ধ হয়ে ২ জন আহত হয়েছে। আহতরা হলেন- জাহাঙ্গীর আলম ও নুর হোসেন। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ বলেন, কাঁটাতারের ওই প্রান্ত থেকে ছোড়া গুলিতে বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় জাহাঙ্গীর। আর সামান্য আহত হয় নুর হোসেন। আহতদের কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তবে স্থানীয় সূত্রগুলোর দাবী, গুলিবিদ্ধ আহত জাহাঙ্গীর ও নুর হোসেন পণ্য চোরাচালানের সাথে জড়িত। মিয়ানমারের কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় গুলি করেছে মিয়ানমারের প্রান্ত থেকে। তবে এ ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ির থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাসরুরুল হক জানান, গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলমকে রাতেই কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। অপর আহত ছোটখাটো আঘাত পেয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।