অভিনেত্রী বিদ্যা সিনহা মিম প্রথমবারের মত কাজ করতে যাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি ওয়েব ফিল্মে। খবর বিডিনিউজের। বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, শনিবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। কাজী আসাদের পরিচালনায় সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। পরিচালক আসাদ বলেন, এটি ইমোশনাল একটা গল্প। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমায় মিমকে যুক্ত করার কারণ জানিয়ে পরিচালক বলেন, মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। সচরাচর তাকে গ্ল্যামার লুকেই দেখি। এখানে মিমকে কীভাবে ভেঙে নতুন ধরনের চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে হাজির করা যায়। আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি। মিম বলেন, এটা অনেকেই জিজ্ঞেস করেন যে কাজ কম করছি কেন। গল্প বা কাজের প্রস্তাব তো অনেক আসে, কিন্তু গল্প বা আনুষাঙ্গিক বিষয়গুলো ভালো লাগে না, তাই আমার সঙ্গে অনেকের কাজ মিলছিল না। কাজী আসাদ যখন গল্পটা শোনালেন এবং আমি চরকিতে তার আগের কাজটা দেখলাম, আমার মনে হলো কাজটা করা দরকার।
মিম জানিয়েছেন, আগামী বছর তার আরও কিছু কাজ দর্শক দেখতে পাবে। নাম চূড়ান্ত না হওয়া চরকির এই সিনেমার গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু, কাজী আসাদ। নির্মাতার সঙ্গে এর চিত্রনাট্য করেছেন আসাদুজ্জামান আবীর। সিনেমায় এরইমধ্যে যুক্ত হয়েছেন আরও কয়েকজন অভিনয়শিল্পী।











