বাগীশিক কেন্দ্রীয় সংসদের সদস্য সমর কান্তি দের মাতা মিনু রানী দে (৭২) গত ১৩ জুন রাত ১২টা ২৫ মিনিটে নগরীর একটি ক্লিনিকে বার্ধক্যজনিত রোগে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ২ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে যান। গতকাল সোমবার সকালে বাঁশখালীর পুকুরিয়ার হাজিগাঁও গ্রামের (রেখার বাপের বাড়ি) পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে পুকুরিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আসহাব উদ্দিন, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের জিএম এমএ সবুর, বাগীশিক কেন্দ্রীয় সংসদ, লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












